প্রিন্সিপাল এর শুভেচ্ছা কথন...
ময়মনসিংহ জেলার কিংবদন্তী উপজেলা ত্রিশালের দরিরামপুরে আরক শিক্ষাঙ্গন শিশু কিশোরদের সম্মীলনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ বছরে প্লেগ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যে কার্য্যক্রম হাতে নেয়া হয়েছে সেটা সাধারণ শিক্ষার পাশাপাশি পরিপূর্ণভাবেই প্রযুক্তি নির্ভর। এক্ষেত্রে আধুনিক এবং মৌলিক মণনশীলতার অধিকারী একদল দক্ষ ও পরিশ্রমী শিক্ষক-শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠদান করবেন। বলা বাহুল্য, প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষাকে ডিজিটালাইজ করার প্রয়াস নেয়া হয়েছে যা শিক্ষার্থীদের অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার সাথে সার্বক্ষণিক পরিচিত করবে।
শিক্ষার্থীরা এখানে প্রতি নিয়তই পাবে তাদের শিক্ষাকে গ্রহণ করার নতুন নতুন উদ্ভাবনী ক্ষেত্র। আমরা মনে করি এতে উৎসাহিত হবেন শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকবৃন্দ। কারণ, দেখে শুনে নয়, হৃদয়ের নির্যাসে আত্মস্ত করেই আরক শিক্ষাঙ্গনকে ধারণ করতে হবে, তাহলেই স্বার্থক হবে আরক শিক্ষাঙ্গন, স্বার্থক হবো আমরা।
রাষ্ট্র সমাজ ও জাতিকে সমৃদ্ধ করে আরক সন্তানরা যেনো এখান থেকেই সম্মানিত হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করবে এ প্রত্যাশায় কাজ করে চলছে আরক শিক্ষাঙ্গন।
ত্রিশালের দরিরামপুরে আরক শিক্ষাঙ্গন শিশু কিশোরদের সম্মীলনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাকে ডিজিটালাইজ করার ও অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়াস নিয়ে চলছে আরক শিক্ষাঙ্গন। শিক্ষার্থীরা এখানে প্রতি নিয়তই পাবে তাদের শিক্ষাকে গ্রহণ করার নতুন নতুন উদ্ভাবনী ক্ষেত্র। রাষ্ট্র সমাজ ও জাতিকে সমৃদ্ধ করে আরক সন্তানরা যেনো এখান থেকেই সম্মানিত হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করবে এ প্রত্যাশায় কাজ করে চলছে আরক শিক্ষাঙ্গন।
দরিরামপুর, ত্রিশাল, ময়মনসিংহ
মোবাইল:- 01713565236
টেলিফোন:- 0903256284
ই-মেইল:- arokshikkhangon@gmail.com