সকলের প্রতি রইলো সালাম এবং অনাবিল শুভেচ্ছা। ত্রিশাল উপজেলার দরিরামপুর থেকে যাত্রা শুরু করেছে আরক শিক্ষাঙ্গন। আরক শিক্ষাঙ্গনের ভবিষ্যত চিন্তাভাবনা সুদূর প্রসারী। আমরা প্রযুক্তি নির্ভর হয়ে আলোকিত মানুষ তৈরী করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেখানে আমাদের জন্য অপেক্ষয়মান একটি স্বর্ণালী ভবিষ্যত।
আরক শিক্ষাঙ্গন এবছর প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত বিন্যস্ত। আজকের শিশু আগামী দিনের কর্ণধার সুতরাং প্রত্যেক শিক্ষার্থীদের এমন ভাবে পাঠদান করা হবে যাতে বিজ্ঞান ও প্রযুক্তি মনস্ক হয়ে নিজেদের স্বকীয় সত্ত্বায় আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলে। এজন্যে আরক শিক্ষাঙ্গন প্রস্তুত রেখেছে দক্ষ, স্মার্ট এবং আধুনিক চিন্তা শলী সম্পন্ন এক ঝাক শিক্ষক ও শিক্ষয়িত্রী। যারা একদিকে তারুণ্যের প্রতিক অন্যদিনে শিক্ষা প্রদানে অবিচল। শুধু শিক্ষায় শিক্ষিত হয়ে নয় বরং এর পাশাপাশি স্বকিয় শিক্ষায় নিবেদিত হয়ে শিক্ষার্থীরা গড়ে তুলবে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে। যাতে অভিভাবকরাই উচ্চ কন্ঠে স্বপনোদিত হয়ে বলতে পারেন, আমাদের সন্তানদের মৌলিক সত্ত্বায় শেকড়ের গভীরে বিদ্যাপাঠের নাম আরক শিক্ষাঙ্গন। যা হবে অভিভাবকদের গর্ব করার শিক্ষাঙ্গন। এ মুহুর্তে আমি এটাই মনে করি কারণ আরক শিক্ষাঙ্গনের সব কিছুই বাস্তবতার নিরিখে তৈরী।
আমি স্বর্বান্তকরনে ময়মনসিংহ বাসীর সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের উদার সহযোগিতা কামনা করি।
এস.এম হুমায়ুন কবীর
আরক শিক্ষাঙ্গন
ত্রিশালের দরিরামপুরে আরক শিক্ষাঙ্গন শিশু কিশোরদের সম্মীলনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষাকে ডিজিটালাইজ করার ও অত্যাধুনিক শিক্ষাব্যবস্থার প্রয়াস নিয়ে চলছে আরক শিক্ষাঙ্গন। শিক্ষার্থীরা এখানে প্রতি নিয়তই পাবে তাদের শিক্ষাকে গ্রহণ করার নতুন নতুন উদ্ভাবনী ক্ষেত্র। রাষ্ট্র সমাজ ও জাতিকে সমৃদ্ধ করে আরক সন্তানরা যেনো এখান থেকেই সম্মানিত হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করবে এ প্রত্যাশায় কাজ করে চলছে আরক শিক্ষাঙ্গন।
দরিরামপুর, ত্রিশাল, ময়মনসিংহ
মোবাইল:- 01713565236
টেলিফোন:- 0903256284
ই-মেইল:- arokshikkhangon@gmail.com